মাঘের হাঁড় কাপানো শীত পেছনে ফেলে ঋতুরাজ বসন্তের আগমন। প্রকৃতির মতো মানুষের মনে ছড়িয়ে পড়ছে বসন্তের রং। চারদিকে প্রাণের স্পন্দন, সাজ সাজ রব। কংক্রিটের জঙ্গল পাড়ি দিয়ে বসন্তের দখিন হাওয়া উচ্ছ্বাসের রং ছড়িয়েছে মানুষের মনে।
ঋতুরাজ উদযাপনের পালা বলেই যেন বয়স ভুলে সবাই মেতেছেন বাসন্তী রাঙা উচ্ছ্বাসে। বসন্তকে বরণ করে প্রকৃতির রঙে সেজেছে বাঙালি। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। কোকিলের কুহুতান, ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কন গেয়ে যাচ্ছে বসন্তের গান। বলতেই হয়—ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।
পলাশ রাঙা সকালে দখিনা হাওয়ায় আমের মুকুলের দোলা জানান দিতে এসেছে ঋতুরাজ বসন্ত। জীবনে এসেছে পূর্ণতা। নতুন প্রাণের কলরব। তাই দালানের খোলস ছেড়ে বাসন্তী সাজে সকলেই । সুরের সম্মোহনে ফাল্গুনের প্রতি প্রহরে মিলেমিশে একাকার প্রকৃতি আর মানুষ।
Leave a Reply