1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
রাঙ্গামাটির পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ দিগন্ত পরিবার - C Barta
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড়ে বন্ধ হবে এবার চাঁদাবাজি?— এক অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজছে পার্বত্য জনপদ ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন—স্বরাষ্ট্র  উপদেষ্টা বাঘাইছড়িতে জামায়াতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও ঈদের শুভেচ্ছা বিনিময় নীল জল, সবুজ পাহাড়ের শহরে ঈদের খুশির জোয়ার পাহাড়ি সৌন্দর্যের মোহনায় আনন্দের আমন্ত্রণ রাঙামাটিতে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ ও অনিরাপদ পশুর মাংস! ক্ষুব্ধ বৈধ ব্যবসায়ীরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দিরের কমিটির হিসাব সংক্রান্ত মন্তব্য প্রতিবেদন পার্বত্য উপদেষ্টার বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ রাঙামাটিতে জামায়াতে ইসলামী ঈদসামগ্রী বিতরণ কাউখালীতে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গামাটির পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ দিগন্ত পরিবার

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

পর্যটন শহর পার্বত্য রাঙ্গামাটিতে দিগন্ত প্রেস (ডিপিপি) এর বার্ষিক ভ্রমণ ১ম দিন অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই ভ্রমণ ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বিভিন্ন মনোরম স্থান পরিদর্শনের মধ্য দিয়ে উদযাপিত হয়। ভ্রমণস্থল হিসেবে নির্বাচিত হয়েছিল সুবলং ঝর্ণা, কাইন্দারমুখ স্বর্ণমন্দির, পাহাড়ি গ্রাম, বালুখালীর পেদাটিংটিং এবং কাপ্তাইয়ের জীপতলী নেভি ক্যাম্প।
এই আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের অডিট কমিটির চেয়ারম্যান খন্দকার এনায়েত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জাকির হোসেন, এজিএম (অপারেশন্স) বদরুজ্জামান, ম্যানেজার (প্রশাসন) রাকিবুল ইসলাম, ম্যানেজার (ডিপিপি) আব্দুর রহমান, সহকারী ম্যানেজার (ডিপিপি) মোশারফ হোসেন, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) আবুবকর সিদ্দিকসহ দিগন্ত প্রেস (ডিপিপি) পরিবারের অন্যান্য সদস্যরা।
দৈনিক নয়াদিগন্তের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি পুলক চক্রবর্তী ও নানিয়ারচর উপজেলা সংবাদদাতা মেহেদী ইমাম রাঙ্গামাটিতে আগত দিগন্ত মিডিয়া পরিবারের সদস্যদের উষ্ণ স্বাগত জানান। দুই দিনব্যাপী এই ভ্রমণের গন্তব্য ছিল বাংলাদেশের পর্যটন স্বর্গখ্যাত রাঙ্গামাটি। সুবলং ঝর্ণা, কাইন্দারমুখ স্বর্ণমন্দির, পাহাড়ি গ্রাম, বালুখালীর পেদা টিং টিং, কাপ্তাই জীপতলী নেভি ক্যাম্পসহ রাঙ্গামাটির মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে সময় কাটান ডিপিপি পরিবারের সদস্যরা।
উপস্থিত অতিথিবৃন্দ ও সফরের বিশেষ মুহূর্ত এই বিশেষ ভ্রমণে উপস্থিত ছিলেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের অডিট কমিটির চেয়ারম্যান খন্দকার এনায়েত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জাকির হোসেন, এজিএম অপারেশন্স বদরুজ্জামান, ম্যানেজার (প্রশাসন) রাকিবুল ইসলাম, ম্যানেজার (ডিপিপি) আব্দুর রহমান, সহকারী ম্যানেজার (ডিপিপি) মোশারফ হোসেন, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) আবুবকর সিদ্দিকসহ দিগন্ত প্রেস (ডিপিপি) পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
সফরের প্রথম দিন সকালের দিকে কাপ্তাই লেকের নির্মল সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণকারীরা। সুবলং ঝর্ণার শীতল জলধারা, সুউচ্চ পাহাড় ও নৈসর্গিক পরিবেশ সবাইকে মুগ্ধ করে।
পেদা টিং টিং রিসোর্টে মধ্যাহ্নভোজ শেষে দিগন্ত মিডিয়া পরিবারের সদস্যরা কাপ্তাই জীপতলী আর্মি ও নেভি ক্যাম্প পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রাঙ্গুনিয়া ও কাপ্তাই অঞ্চলের সাংবাদিকরা অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ইলিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম এবং রাঙ্গুনিয়া-কাপ্তাই সংবাদদাতা শান্তি রঞ্জন চাকমা।
দিগন্ত মিডিয়া কর্পোরেশনের অডিট কমিটির চেয়ারম্যান খন্দকার এনায়েত হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জাকির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পে রাঙ্গামাটির অপার সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে পরিকল্পনা ও প্রচার-প্রচারণার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের এই অপরূপ পাহাড়ি অঞ্চলে আকৃষ্ট করা সম্ভব। রাঙ্গামাটির মানুষের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে।
তাঁরা বলেন, দেশের পর্যটন শিল্পে রাঙ্গামাটির অপার সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো গেলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে। রাঙ্গামাটির মানুষের আতিথেয়তা ও প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধকর।
দুই দিনের রাঙ্গামাটি ভ্রমণ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগই দেয়নি, বরং ডিপিপি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে।
নতুন অভিজ্ঞতা, আনন্দঘন মুহূর্ত ও রাঙ্গামাটির মনোরম দৃশ্যপটকে সঙ্গী করে সকল সদস্য প্রথম দিনের সফর শেষ করে রাতে শহরে ফিরে আসেন নতুন উদ্যমে।
দিগন্ত প্রেস (ডিপিপি) এর এই বার্ষিক আনন্দ ভ্রমণ কর্মব্যস্ত জীবনে এক প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে, যা ভবিষ্যতে আরও অনুপ্রেরণাদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই আনন্দ ভ্রমণ অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং পরবর্তী বছরগুলিতেও এমন উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশাবাদী দিগন্ত মিডিয়া পরিবার।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews