মো. কাউসার, রাঙামাটি
"এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই" এই স্লোগানে রাঙামাটিতে তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই সড়কের বড়দামের লাভ পয়েন্ট প্রতিযোগিতার স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট ছিলো মারী স্টেডিয়াম।
এদিন সকাল ৮:৩০ মিনিটে প্রতিযোগিতার হুইসেল বাজিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন। প্রায় ৩ শতাধিক প্রতিযোগী এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় পুরুষ দৌড়বিদের মধ্যে প্রথম ৫ জন হলেন-আশরাফুল আলম, মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোঃ শাহিন আলম, নবজিৎ চাকমা, হাফিজুর রহমান। মহিলা দৌড়বিদের মধ্যে প্রথম ৫ জন হলেন -ম্যাথুইচিং মারমা,পাইনুমা মারমা,ম্যাচিংনু মারমা,মামনি চাকমা,মিতা চাকমা।পুরুষ দৌড়বিদ( ৪০ উর্ধ্বে) প্রথম ৫ জন হলেন-ফেরদৌস আলম, তাপস চাকমা, কৃষ্ণন চাকমা, মঈন,শাহেদুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ আব্দুল আলী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ড. মো: জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার,চট্রগ্রাম। এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজনে ছিলেন জেলা প্রশাসন রাঙ্গামাটি ও জেলা ক্রীড়া অফিস রাঙ্গামাটি।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত