পাহাড়ি জেলা রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) সারাদেশের ন্যায় রাঙামাটির
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলার সর্বোস্থরের মানুষ।
রাষ্টীয় ভাবে প্রথমে রাঙামাটি জেলা প্রশাসক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন । এর পর পর রাঙামাটি জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠন সহ জেলার সর্বোস্থরের সাধারণ মানুষ শ্রদ্ধার সাথে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত