1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
রাঙ্গামাটির পাহাড়ে প্লানটিং টাইম ভেরিয়েশন ও হরমোন প্রয়োগ করে আগাম আনারস চাষ - C Barta
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বৈসাবি উৎসব ঘিরে রাঙামাটিতে শুরু চার দিনব্যাপী বর্ণিল আয়োজন রাঙামাটিকে আধুনিক ও সুন্দর শহর গড়তে পৌরসভার কার্যকর উদ্যোগ প্রয়োজন রাঙ্গামাটিতে অজ্ঞাত লাশ, ৪৮ ঘণ্টায় পুলিশের জালে পরিচিত খুনি নিশংস গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নিশংস গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে জনতার বিক্ষোভ , মানববন্ধন নিয়মের তোয়াক্কা নেই,  সাহস নেই কতৃপক্ষের?রাঙামাটি জেলায় ‘অদৃশ্য শক্তির’ ছায়ায় পুড়ছে পাহাড় ও পরিবেশ! জুমের আগুনে পুড়ছে পাহাড়; ধ্বংসের দ্বারপ্রান্তে জীববৈচিত্র রাঙামাটিতে ঈদ-ফিরতি যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান পাহাড়ে বন্ধ হবে এবার চাঁদাবাজি?— এক অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজছে পার্বত্য জনপদ ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন—স্বরাষ্ট্র  উপদেষ্টা

রাঙ্গামাটির পাহাড়ে প্লানটিং টাইম ভেরিয়েশন ও হরমোন প্রয়োগ করে আগাম আনারস চাষ

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

পিংকি আক্তার (রাঙ্গামাটি)

রাঙামাটির স্থানীয় বাজারে সারা বছরব্যাপী পাওয়া যাচ্ছে আনারস। রাঙ্গামাটির বিস্তীর্ণ পাহাড়ি জমিতে প্লানটিং টাইম ভেরিয়েশন ও হরমোন ব্যবহার করে সারা বছর আবাদ হচ্ছে আনারস। রাঙ্গামাটি জেলায় জলডুবি, হানিকুইন নামের দুই জাতের আনারস চাষ হয়ে থাকে। এছাড়াও এমডি-২ জাতের আনারসেরও আবাদ করা হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য মতে, রাঙ্গামাটিতে এবার ২,৫৫০ হেক্টর জমিতে আনারস চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আগাম আনারস চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২৪৫ হেক্টর। রাঙামাটির ১০টি উপজেলার মধ্যে নানিয়ারচরে ১৪০০ ও সদর উপজেলায় ৩৮০ হেক্টর, লংগদু ১৪৫ হেক্টর, বাঘাইছড়ি ১২৫, বিলাইছড়ি ৮০, রাজস্থলী ৯০, কাপ্তাই ৮৫, জুড়াছড়ি ৮০, বরকল ৯০, কাউখালী ৭৫ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে।

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, রাঙ্গামাটি নানিয়াচরে সবচেয়ে বেশি আনারসের চাষ করা হয়। জেলার আনারসের মোট আবাদের প্রায় ৬০/৭০ শতাংশই নানিয়ারচরে আবাদ করা হয়। রাঙ্গামাটির ৮৫ শতাংশই হানিকুইন জাতের আনারস। এছাড়াও গত তিন বছরে মালয়েশিয়া থেকে আমদানি করা এমডি-২ জাতের আনারসের আবাদ করা হচ্ছে।

তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় এখন সারা বছরব্যাপী আনারস পাওয়া যায়। চাষিরা আনারসের বছরব্যাপী চাহিদার প্রেক্ষাপটে প্লান্টিং টাইম ভেরিয়েশন করে থাকে এবং হরমোন ব্যবহার করে এ দুটি কারণে সারা বছর এখন আনারস পাওয়া যায়। চাষীদের নিয়মিত প্রশিক্ষণ এবং উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

মে থেকে আগস্ট পর্যন্ত আনারসের ভরা মৌসুম হলেও গত কয়েক বছর ধরে জেলার অনেক কৃষক মৌসুমের আগেই আগাম আনারসের চাষ করছেন।

চাষিরা জানান, এখন আনারসের মৌসুম না হলেও পাহাড়ে কয়েক বছর ধরে আগাম ফলন আসা আনারস চাষ হচ্ছে। এতে উৎপাদিত আগাম আনারসে বাড়তি লাভবান করতে পারেন তারা। হরমোন প্রয়োগের মাধ্যমে পাহাড়ি এলাকায় আগাম আনারসের ব্যাপক ফলন হলেও। বাজারে চাহিদা কম বলছেন চাষিরা।

রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত আনারস কৃষকরা ইঞ্জিন বোটে করে রাঙ্গামাটি শহরের সমতাঘাট, তবলছড়ি, পৌর ট্রাক টার্মিনাল এবং রির্জাভ বাজারে নিয়ে আসছে। সেখান থেকে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা পাইকারি দরে আনারস কিনছেন।

রবিবার সকালে বনরূপা বাজার পরিদর্শন করে দেখা গেছে, স্থানীয়ভাবে খুচরা বাজারে প্রতি জোড়া ছোট – মাঝারি আকারের আনারস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। বড় আকারের আনারস বিক্রি হচ্ছে ১০০ টাকা জোড়া।

রাঙ্গামাটির কুতুকছড়ির আনারস চাষী মনি চাকমা বলেন, আমি প্রতিবছরেই আনারসের চাষ করি। এবার ২০ হেক্টর জমিতে জলডুবি জাতের আনারসের আবাদ করেছি। আনারস বেশ সাইজের হয়েছে। আনারস চাষে ভালো ফলন পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews