মো.গোলামুর রহমান (লংগদু)
রাংগামাটি জেলার দুর্গম লংগদুতে ফ্রী চোখের নানাবিধ চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে গরীব অসহায় রোগীদের মন কেড়েছেন উপজেলার এবিএস মামুন।
লংগদু উপজেলার ইবনে সিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কিছুদিন পর পর-ই চক্ষু চিকিৎসার ক্যাম্প করা হয়। সেখানে চিকিৎসা করতে আসেন বিভিন্ন এলাকা ও উপজেলার চোখের অপারেশনের দারিদ্র্য অসহায় অনেক বয়োবৃদ্ধ রোগীরা।
তারই ধারাবাহিকতায় এবারের চক্ষু ক্যাম্প পরবর্তী সময়ে পরিদর্শনে গেলে একাধিক দারিদ্র্য রোগীর পাশে হাসপাতালের রুমে রুমে হাতে ঔষধ প্রেসক্রিপশনের ফাইল নিয়ে হাটতে দেখা যায় এবিএস মামুন কে।
এসকল বয়োজ্যেষ্ঠ রোগীদের প্রায় জনের চোখেই কালো সানগ্লাস। আবার তাদের বয়স ও যথেষ্ট। প্রত্যন্ত এলাকার দারিদ্র্য পরিবারের সদস্য তারা,দেখে সহজে আচ করতে পারবেন সকলে। তবে সবার মুখেই মৃদু হাসি এ যেনো নিবিড় পরিচর্যার আরেক পরিণয়।
কারো মুখে ডাক্তার মামুন, কেউ চিনে মামুন ভাই। অনেকেই শুধু নাম জানে, এই প্রথম হাসপাতালেই তাকে দেখেছেন। চোখের ছানি অপারেশন সম্পন্ন বয়োবৃদ্ধ রাঙ্গাপানি ছড়ার কালাচাঁন চাকমা বলেন, আমার স্ত্রী এবং প্রতিবেশী ভাবির চোখের ছানি অপারেশন করালাম। ডাক্তার মামুন ফ্রীতে অপারেশন সহ ওষুধ দেন। তাকে আশিবার্দ করা ছাড়া আমাদের কিছু নাই।
সোনাই এলাকার বৃদ্ধ কাকা বলেন, আমি নিজেই চেখের ছানি অপারেশন করালাম, একদম ফ্রীতে করেছি। এবিএস মামুন কিছুদিন পরপরই গরীব মানুষদের এভাবে সহযোগীতা করেন।
হাসপাতালে এসেই দেখেছি মামুন স্যারকে, তিনি এতো সুন্দর আর যন্ত সহকারে আমার মেয়ের চোখের অপারেশন করে দিবেন কখনো ভাবিনি। জাতী ধর্ম নির্বিশেষে তিনি সেবা দিয়েছেন।বলছেন, শাহাদত টিলার সেলিনা বেগম।
এবিষয়ে এবিএস মামুন সাংবাদিকদের বলেন, আসলে আমি এসব প্রচার করার মত মানুষ এখনো হয়ে উঠিনি। আপনারা এসছেন ধন্যবাদ। এটা মূলত কোয়ান্টাম ফাউন্ডেশন মাঠির ব্যাংকের অর্থায়নে এ ক্যাম্পাইনে ৩০ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে এবং যাবতীয় ওষুধ দেওয়া হয়েছে। যা আমার তত্বাবধানে উপজেলার হতদরিদ্র অসহায় মানুষ গুলোকে সহযোগীতা করা হচ্ছে। তিনি বলেন প্রত্যেকটি ক্যাম্পাইনে আমরা চেষ্টা করি অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত