1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
রাঙামাটিতে ভারতীয় সিগারেটসহ আটক ৪ - C Barta
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড়ে বন্ধ হবে এবার চাঁদাবাজি?— এক অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজছে পার্বত্য জনপদ ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন—স্বরাষ্ট্র  উপদেষ্টা বাঘাইছড়িতে জামায়াতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও ঈদের শুভেচ্ছা বিনিময় নীল জল, সবুজ পাহাড়ের শহরে ঈদের খুশির জোয়ার পাহাড়ি সৌন্দর্যের মোহনায় আনন্দের আমন্ত্রণ রাঙামাটিতে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ ও অনিরাপদ পশুর মাংস! ক্ষুব্ধ বৈধ ব্যবসায়ীরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দিরের কমিটির হিসাব সংক্রান্ত মন্তব্য প্রতিবেদন পার্বত্য উপদেষ্টার বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ রাঙামাটিতে জামায়াতে ইসলামী ঈদসামগ্রী বিতরণ কাউখালীতে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে ভারতীয় সিগারেটসহ আটক ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কাউখালী ৬২ লাখ টাকা মূল্যের ১৩ কার্টুন ভারতীয় সিগারেট সহ ৪ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বিএ-৮৯০৫ মেজর মোঃ মিনহাজুল আবেদীন এর নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে কাউখালী উপজেলার বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়ী থেকে এসব সিগারেটর আটক করে নিরাপত্তাবাহিনীর একটি দল। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জন ও বাড়ীর মালিককে আটক করা হয়। জব্দকৃত সিগারেটর সহ আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তাবাহিনীসূত্রে জানা গেছে, কাউখালী আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল গুচ্ছগ্রামের একটি বাড়ীতে ভারতীয় সিগারেট মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালালে ১২ কার্টুন অরিস ও ১৯ কার্টুন মন্ড সিগাটের পাওয়া যায়। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয় ৪ জনকে। এসময় ঘটনার সাথে জড়িত মো. নজরুল সহ আরও ২ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন (৩৮), উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি মো. ইসমাইল ৩৫), তাঁতীদল নেতা রিপন মিয়া (৩৪) ও বাড়ীর মালিক সামশুদ্দিন (৭০)।

আটককৃত বাড়ীর মালিক সামশুদ্দিন এর ছেলে হান্নান জানান- আব্বা বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে রাস্তার পাশে কয়েকটি বস্তা সহ আটককৃতদের দেখতে পেয়ে জিজ্ঞেস করে এগুলো কি। পরক্ষনে তারা উত্তর দেয় শীতের কম্বর। আব্বা কম্বল গুলো রাস্তার পাশে ফেলে না রেখে ঘরে রাখতে বলে বড়ই বিক্রি করতে বাজারে চলে যায়। পরবর্তীতে আর্মি বাড়ীতে অসলে জানতে পারে এগুলো ভারতীয় সিগারেট। বাড়ীতে সিগারেট পাওয়ায় আব্বাকে থানায় নিয়ে গেছে পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান- ৩৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৩ লাখ ১০ হাজার শলাকা অরিস ও মন্ড সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাড়ীর মালিক সহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান। এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানানা তিনি।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার জানান- আটককৃত সেলিম, ইসমাইল ও রিপনকে বিভিন্ন অপকর্মের জরিত থাকার অপরাধে দল থেকে অনেক আগেই বহিস্কার করা হয়েছে। এরা দলের কেউ না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews