জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
জেলা ত্রাণ কর্মকর্তা মো: রোকনুজ্জামানের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সার্কেল এ এস পি (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মান্নান আনসারী, জেলা ব্র্যাকের সমন্বয়কারী হাবিবুর রহমান, জেলা স্কাউটের কমিশনার মো: নুরুল আবছার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক মনসুর আহম্মেদ, ব্যবসায়ী আব্দুল মান্নান, এনজিও প্রতিনিধি আলোক বিকাশ চাকমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বর্ষা মৌসুমে জেলায় সম্ভ্যাব্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। পাশাপাশি জেলার যে কোন দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধ করতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় এলাকায় জনসচেতনতা মুলক কার্যক্রম বাড়াতে সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।
সভায় অন্যান্য বক্তারা জেলার যে কোন দুর্যোগ মোকাবেলায় সচেতনতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply