মো.গোলামুর রহমান (লংগদু)
দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লংগদু উপজেলার গুলশাখালীর জনসাধারণ।
মঙ্গলবার বিকালে উপজেলার চৌমুহনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের করে চৌমুহনী বাজার এসে একত্রিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপী নারীদের যে পরিমাণ অত্যাচার নিপিড়ন ও ধর্ষণ করা হচ্ছে তা আগামী প্রজন্মকে ধবংস করে দিবে। তাই দ্রুত সময়ে ধর্ষণকারীকে শাস্তি দিতে হবে। বর্তমানে মেয়ে শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসায় যেতে চায়না, ভয়ভীতিতে ভেঙ্গে পড়ছে শিশুরা। এতে বাল্য বিবাহ সহ নারী সমাজ ধবংসের ধারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।এলাকাবাসীর দাবী ধর্ষণকারীকে কোনরকম ছাড় না দিয়ে তথ্যপ্রমাণের ভিত্তিতে তৎক্ষনাৎ শাস্তি প্রদান করতে হবে।
এসময় স্থানীয় সচেতন নাগরিক, গন্যমাণ্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply