রাঙামাটিতে পবিত্র রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি ইসলামিক সেন্টার কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৃহক্তর বনরুপা ওয়ার্ড, রাঙামাটি পৌরসভার উদ্যোগে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারী মো. মনছুরুল হক, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শহিদুল ইসলাম শাফী, জেলা পৌর আমীর মো. মাঈনুদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৭নং পৌর আমীর জে আজাদ এবং সঞ্চালনা করেন পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ।
বক্তারা রমজানের গুরুত্ব, সংযমের শিক্ষা ও আত্মশুদ্ধির বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত