ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) এই আয়োজন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাসিম উদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন এবং সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ এনামুল হক মৃধা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবুল হাসেম, বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙামাটি জেলা ছদর মাওলানা গাজী শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক ও সাধারণ সম্পাদক আনাস রেজা।
এছাড়া ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম, ইসলামী শ্রমিক আন্দোলনের মুহাম্মাদ দিদারুল আলম, জাতীয় শিক্ষা ফোরামের সভাপতি মাওলানা মোস্তাফা কামাল ও সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply