মো. সোহরাওয়ার্দী সাব্বির
পবিত্র রমজান মাস উপলক্ষে ৬০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ইবি) রাঙ্গামাটি জোনের পক্ষ থেকে গরীব ও অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি-এর নেতৃত্বে এ আয়োজন করা হয়। ইফতার সামগ্রী হিসেবে মোট ২০০ প্যাকেট বিতরণ করা হয়, যা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেটে ছিল:
ছোলা – ১ কেজি, বারমিচলি সেমাই – ১ কেজি
,লাচ্ছা সেমাই – ১ কেজি, খেজুর – ৫০০ গ্রাম
,স্টিক নুডলস – ১ প্যাকেট, মুড়ি – ৫০০ গ্রাম, চিনি – ১ কেজি
সাধারণ মানুষ এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৬০ ইবি রাঙ্গামাটি জোনের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী জানান, “আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে রমজানের আনন্দ ভাগ করে নেওয়া। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং সেনাবাহিনীর মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান।
Leave a Reply