রাঙামাটিতে পবিত্র রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ভেদভেদি তালীমুল কুরআন নুরানি মাদ্রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর ৬নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভার উদ্যোগে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম।
এতে পৌর ৬নং ওয়াডের সবাপতি মো, সাজ্জাদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর আমীর মো. মাঈনুদ্দিন, পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি মো, জালাল উদ্দীন সহ সংশ্লিষ্টরা।
বক্তারা রমজানের গুরুত্ব, সংযমের শিক্ষা ও আত্মশুদ্ধির বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply