মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাঙামাটির বাজারগুলো। শহরের প্রধান বিপণি বিতান, ফুটপাতের দোকান থেকে শুরু করে গলির ছোট্ট স্টলগুলোতেও এখন উপচে পড়া ভিড়। নতুন পোশাক, জুতা, কসমেটিকস, খাবারসহ নানান পণ্যের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।
রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা লেগেই আছে। ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন। ঈদ ঘিরে কেনাকাটার এই উৎসবকে ঘিরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা।
এক ব্যবসায়ী বলেন, “বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন বিক্রি অনেক বেড়েছে। বিশেষ করে ঈদের পোশাক, শিশুদের জামাকাপড়, ও মেয়েদের সাজসজ্জার সামগ্রী বেশি বিক্রি হচ্ছে।”
ক্রেতারাও বাজারের চিত্র নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক ক্রেতা বলেন, “বাজারে মানুষের ভিড় , তবে নতুন নতুন কালেকশন পেয়ে ভালো লাগছে। দাম কিছুটা বেশি মনে হচ্ছে, তবে ঈদের আনন্দে সেটা তেমন গুরুত্ব দিচ্ছি না।”
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীও ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বাজারে ভ্রাম্যমাণ পুলিশ টহল দিচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
বাজারের এই ব্যস্ততা জানান দিচ্ছে, ঈদ আনন্দে মেতে উঠতে প্রস্তুত রাঙামাটির মানুষ। শুধু কেনাকাটাই নয়, ঈদ উৎসবকে ঘিরে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনের সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় সবাই।
Leave a Reply