মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি
রাঙামাটিতে যানবাহনের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে না হয়, তা নিশ্চিত করতে বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্র ও রাঙামাটি বিআরটিএ অফিসের সহকারী মোটরযান পরিদর্শক মো রাশেদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নৌ যান ও সড়ক পরিবহন
চালকদের সতর্ক করা হয়। অতিরিক্ত ভাড়া যাতে না নেয়
তার জন্য মালিক ও চালকদের সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তি নিরসনে এই অভিযান চালানো হয়েছে এবং জনস্বার্থে এটি নিয়মিত পরিচালনা করা হবে। রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেলী রুদ্র বলেন, “জনসাধারণের স্বার্থ রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেওয়া হবে না।”
যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, মোবাইল কোর্টের কারণে চালকদের মধ্যে সতর্কতা এসেছে, যা ভবিষ্যতে ভাড়া বৃদ্ধির প্রবণতা রোধ করতে সহায়ক হবে।
Leave a Reply