বাঘাইছড়ি উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার জামায়াত ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা কবির আহমদ এবং সঞ্চালনা করেন জামায়াতের বাঘাইছড়ি উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আবছার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরার সদস্য ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মোঃ নেয়ামত উল্লাহ, মারিশ্যা ইউনিয়ন সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ও মাওলানা আবুল হোসেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরাও সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply