পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পৌরসভা কর্তৃক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার রাঙামাটি পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর আমীর মোঃ মাইনুদ্দিন এবং সঞ্চালনা করেন হাফেজ আবুল বাশার। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল আলীম বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ঈদসামগ্রী বিতরণের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি।”
ঈদ সামগ্রিক বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক দরিদ্র পরিবারকে ঈদসামগ্রী প্রদান করা হয়।
Leave a Reply