মো. সোহরাওয়ার্দী সাব্বির
ঈদ মানেই উৎসব, আর ছুটি মানেই ঘুরে বেড়ানোর এক অনন্য সুযোগ। এ বছর ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে রাঙামাটি পর্যটকদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত। নয়নাভিরাম পাহাড়, নীল জলরাশি নৃগোষ্ঠীদের সংস্কৃতির অপূর্ব সমাহারে ভরপুর এই জেলা যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের ঈদের ছুটিকে ঘিরে হোটেল, রিসোর্টে আগাম বুকিং প্রায় শেষ পর্যায়ে। সাজেক ভ্যালির পাহাড়ি কুয়াশা, কাপ্তাই লেকের শান্ত জলধারা আর ঝর্ণার গর্জন উপভোগ করতে পর্যটকদের আগ্রহ তুঙ্গে। পর্যটকদের সুরক্ষা ও নিরবচ্ছিন্ন বিনোদন নিশ্চিত করতে প্রশাসনও নিয়েছে বিশেষ ব্যবস্থা।
রাঙামাটি প্রশাসন থেকে "পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পর্যটন কেন্দ্রগুলোর তদারকি করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকছে সবখানে।"
স্থানীয় ব্যবসায়ীদের মতে, ঈদের ছুটিতে পর্যটক সমাগম তাদের জন্য বড় এক সুযোগ। এক হোটেল ব্যবসায়ী জানান, "এবারের ঈদে রাঙামাটিতে আগের চেয়ে বেশি পর্যটক আসবে বলে আশা করছি। তাই আমরা উন্নত সেবা দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি।"
এক পর্যটক বলেন, "রাঙামাটির সৌন্দর্য আমাকে বারবার টানে। পাহাড়, লেক আর শান্ত পরিবেশ এক অপূর্ব প্রশান্তি এনে দেয়। এবারও পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে এখানে এসেছি।"
ঈদের ছুটিতে যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য রাঙামাটি হতে পারে আদর্শ গন্তব্য। ভ্রমণপ্রেমীদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য প্রশাসন ও স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত