মো. সোহরাওয়ার্দী সাব্বির
সবুজ পাহাড় আর নীল জলের শহর রাঙামাটিতে ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। সকালে হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা শুক্কুর স্টেডিয়ামে । এছাড়া শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সকলের মাঝে সৌহার্দ্যেরও প্রতীক। পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতির অংশ হিসেবে ঈদে পাহাড়ি বন্ধুরাও বাঙালি মুসলমানদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, তৈরি হয় এক অনন্য সম্প্রীতির পরিবেশ।
ঈদকে ঘিরে রাঙামাটির প্রধান প্রধান সড়ক, হ্রদের পাড় ও পর্যটন স্পটগুলোতে সাজসজ্জার ছোঁয়া লেগেছে। নতুন পোশাকে সেজে ছোট-বড় সবাই পার্বত্য শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে বের হয়েছেন। কাপ্তাই হ্রদে ঈদের দিন নৌভ্রমণ উপভোগ করতে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনের জন্য প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদগাহ, বিনোদনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য।
ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে বিভিন্ন সামাজিক সংগঠন অসহায় ও দুস্থদের মধ্যে নতুন পোশাক ও খাবার বিতরণ করেছে।
রাঙামাটির আকাশ-বাতাস জুড়ে এখন শুধু ঈদের খুশি। পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হচ্ছে ‘ঈদ মোবারক’ ধ্বনি, আর সবাই একসঙ্গে ভাগ করে নিচ্ছে ভালোবাসা ও সম্প্রীতির উষ্ণতা।
Leave a Reply