আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঘাইছড়িতে জামায়াতে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। জেলা শুরা সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে অর্ধশতাধিক জনশক্তির অংশগ্রহণে এই শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবছার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, সাবেক কাউন্সিলর মোঃ ওবায়দুল হক, বাঘাইছড়ি উপজেলা প্রচার সম্পাদক ডাক্তার মোঃ সর্দার আবদুর রহিম, মারিশ্যা ইউনিয়ন সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট হাসান আলী, মোঃ আলী আকবর সেলিমসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হয়। এ সময় নেতৃবৃন্দ এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শোডাউনে অংশগ্রহণকারীরা বলেন, ঈদ শুধু উৎসবের নয়, এটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। এই আয়োজনের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত