1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
জুমের আগুনে পুড়ছে পাহাড়; ধ্বংসের দ্বারপ্রান্তে জীববৈচিত্র - C Barta
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার স্টেশন না থাকায় জনমনে ক্ষোভ রাঙামাটিতে প্রথমবারের মতো বায়োসায়েন্সে আন্তর্জাতিক সম্মেলন রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাঙামাটিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ বার্ষিক চাহিদা ৭০ লক্ষ টন, দেশে উৎপাদন মাত্র ১০: গমে আমদানিনির্ভর বাংলাদেশ রাঙ্গামাটি-মাইনি রুটে ভাড়া নিয়ে জটিলতা, স্পীডবোট চলাচল বন্ধ কর্ণফুলী নদীতে ড্রেজিং: চন্দ্রঘোনা ফেরিঘাটে পাঁচদিন ফেরি চলাচল বন্ধ থাকবে রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গাজীপুরে ইমামের নির্মম হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ আগুনে পুড়ে ছাই হয়ে গেল ইব্রাহিমের স্বপ্নের ঘর

জুমের আগুনে পুড়ছে পাহাড়; ধ্বংসের দ্বারপ্রান্তে জীববৈচিত্র

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মো, সোহরাওয়ার্দী সাব্বির

একটা সময় ছিল, যখন পাহাড় নিঃশব্দে নিঃশ্বাস নিত। বাতাসে ভেসে আসত বুনো ফুলের গন্ধ, দূরে কোথাও ডাক দিত পাহাড়ি ময়না, আর পাতার নিচে লুকিয়ে থাকত বিরল প্রজাতির লজ্জাবতী কাঠবিড়ালি। আজ, সেই নিঃশ্বাস দগ্ধ হচ্ছে জুমের আগুনে।

এ যেন ধীরে ধীরে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে পুরো এক ভূখণ্ড। শুকনো পাতার ওপর ছড়িয়ে পড়া আগুন শুধু জমিকে প্রস্তুত করছে চাষের জন্য নয়, পুড়িয়ে দিচ্ছে শতাব্দীর জীববৈচিত্র্যের সব স্মৃতি।

জুম চাষ—যা একসময় পাহাড়ি জনজাতির জীবিকা ও সংস্কৃতির প্রতীক ছিল, এখন পরিণত হয়েছে দাউদাউ আগুনের উৎসে। অরণ্যের গভীরে একের পর এক আগুন লাগানো হচ্ছে জমি পরিষ্কারের নামে। কিন্তু সেই আগুনের শিখা থেমে থাকছে না নির্ধারিত সীমানায়—তার গন্তব্য অনিশ্চিত, এবং পরিণতি ভয়াবহ।

পাহাড়ের বুকজুড়ে এখন জ্বলন্ত ছাইয়ের গন্ধ। ধোঁয়ার আস্তরণে ঢেকে যাচ্ছে নীলাকাশ। পাখির ডানার ছায়া আর দেখা যায় না আগের মতো, আর হরিণ কিংবা বুনো মোরগেরা যেন হারিয়ে গেছে শব্দহীন কোনো ঘোরের মধ্যে। আগুনের আগ্রাসনে তারা হয়তো নিজ বাসস্থান ছেড়ে চিরতরে চলে গেছে—বা নিঃশ্বাস নিতে না পেরে থেমে গেছে গভীর বনে।

এই আগুন নিছক আগুন নয়—এ যেন একটি নির্জন গুমোট শোক। পুড়ে যাওয়া গাছের গায়ে ভেসে ওঠে বাঁচার আকুতি, আর নিঃশেষ হওয়া জীবপ্রজাতির হাহাকারে স্পষ্ট হয় আমাদের অবহেলার ইতিহাস।

এখন প্রশ্ন একটাই—এই আগুন কি শুধুই জমি পরিষ্কারের প্রয়োজন? নাকি এটি হয়ে উঠছে আমাদের অন্ধ লোভের প্রতিচ্ছবি?

জুম চাষের আগুনে পাহাড় হারাচ্ছে তার ছায়া, প্রাণ, আর শিকড়। এখনই যদি থামানো না যায়, পাহাড় একদিন শুধুই এক মৃতভূমি হয়ে উঠবে—যেখানে আগুনের ছাই ছাড়া আর কিছুই থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews