পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উদযাপন শেষে ঈদ-ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শনিবার (৫ এপ্রিল) শহরের ভেদভেদি মোড়ে মোবাইল কোর্টের মাধ্যমে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহায়তায় বিআরটিএ রাঙামাটি সার্কেল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়। পাশাপাশি ফিটনেস বিহীন যানবাহন, অতিরিক্ত গতিসীমা অমান্যকারী চালক, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি না চালানোর তাগিদ দেন।
অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক। বিআরটিএ রাঙামাটি সার্কেলের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ ও অন্যান্য উৎসবের সময় সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘবে ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত