রাঙ্গামাটিতে গাজায় ইসরায়েলী বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের সমর্থনে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ, রাঙ্গামাটির উদ্যোগে
বিক্ষোভ সমাবেশ ও ছাত্র জনতার কর্মসূচীতে সংহতি প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী।
এতে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির আহবায়ক আলহাজ্ব আলী আকবর সওদাগর, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, জেলা আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী খান, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল আহাদ, রাঙামাটি সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু,
এদিকে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচীর সঙ্গে সংহতি প্রকাশ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস কর্মবিরতি পালন করে এবং শহরের স্কুল ও কলেজে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা ।
Leave a Reply