রাঙ্গামাটিতে ক্লুলেস এক হত্যা মামলার রহস্য মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদঘাটন করে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গত ৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের রিজার্ভ বাজার মহসিন কলোনীর একটি ভাড়া বাসা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত নারীর নাম খাদিজা আক্তার (৪২), তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুটিখালী এলাকার বাসিন্দা।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের দিকনির্দেশনায় কোতয়ালী থানার একটি বিশেষ টিম তদন্তে নামে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তকে শনাক্ত করে।
গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম মোঃ জামাল হোসেন মোল্লা (৪২), তিনি খুলনার লবনচরা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানান, নিহত খাদিজার সঙ্গে তার ১০ বছরের পরিচয় ছিল এবং তারা দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।
তিন বছর আগে জামাল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবসার প্রয়োজনে তিন লাখ টাকা নেন। সম্প্রতি খাদিজা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন এবং টাকা ফেরতের দাবিও জানান। বিষয়টি পরিবারের সামনে ফাঁস করার হুমকিও দেন তিনি।
এই চাপের মুখে জামাল হত্যার পরিকল্পনা করে। গত ১ মার্চ রাঙ্গামাটিতে এসে একসঙ্গে একটি বাসা ভাড়া নেন। ২ এপ্রিল দুপুরে খাদিজাকে দই ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং নিশ্চিত করতে তার দুই পায়ের রগ কেটে দেন। পরে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করে তিনি পালিয়ে যান।
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন করে অভিযুক্তকে গ্রেফতারের মাধ্যমে রাঙ্গামাটি জেলা পুলিশের এই সাফল্য এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply