রঙে, সুরে, আনন্দে মুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ রাঙামাটি। বৈসাবি উপলক্ষে এখানে শুরু হয়েছে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। পাহাড়ের তিন প্রধান জাতিগোষ্ঠী—বম ও মারমা সম্প্রদায়ের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু এবং চাকমাদের বিজু মিলিয়ে গড়ে উঠেছে এই মিলনমেলা, যা স্থানীয়ভাবে পরিচিত ‘বৈসাবি’ নামে।
বুধবার সকাল থেকেই রাঙামাটি শহরজুড়ে বইতে থাকে উৎসবের হাওয়া। শহরের প্রাণকেন্দ্র পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। ঐতিহ্যবাহী পোশাকে সেজে, শোভাযাত্রায় অংশ নেন চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ।
শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈসাবি উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, সাবেক সংসদ সদস্য ও পাহাড়ি নেতা উষাতন তালুকদার, এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। পুরো রাঙামাটি জুড়ে বসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও নাচ-গানের নানা আয়োজন। এছাড়া শিশু-কিশোরদের জন্য থাকছে চিত্রাঙ্কন, গল্প বলা, এবং স্থানীয় লোকজ জ্ঞানের প্রতিযোগিতা।
রাঙামাটির প্রতিটি পাড়া-মহল্লা, পাহাড়ি পথঘাট এখন উৎসবের রঙে রঙিন। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও পর্যটকরা ভিড় করছেন এই উৎসব উপভোগ করতে।
Leave a Reply