মো. গোলামুর রহমান (লংগদু)
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার—যা পাহাড়ি অঞ্চলের সবচেয়ে বড় ও প্রাণবন্ত হাট হিসেবে পরিচিত—সেই বাজারের স্থান সংকোচন ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের অভাবকে কেন্দ্র করে মানববন্ধন করেছে মাইনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ।
বুধবার বিকেলে মাইনীমুখ বাজার চত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা। তাঁদের একটাই দাবী—বাজারের পাশের খাস জমি ভরাট করে বাজার সম্প্রসারণ এবং স্কুলের জন্য একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি শনিবার এখানে বসে বিশাল হাট। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এখানে সমবেত হন। কিন্তু জায়গার অভাবে হাটের দিন সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। গরু বাজারের মলমূত্রে পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে, চিকিৎসা নিতে আসা রোগীরা অসহ্য পরিস্থিতির মুখোমুখি হন। এছাড়া নেই কোনো নির্ধারিত গাড়ি স্টেশন, হাটের দিন বিপাকে পড়েন ভ্রাম্যমাণ বিক্রেতারাও।
অন্যদিকে বাজারসংলগ্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার মতো প্রয়োজনীয় কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। মাঠের অভাবে তারা দিন দিন আসক্ত হচ্ছে মোবাইল গেম ও অনলাইন অবাঞ্চিত কনটেন্টে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করে জানান, বাজারের উত্তর পাশে মাটি ভরাট করে বাজার সম্প্রসারণ ও স্কুলের জন্য একটি খেলার মাঠ নির্মাণ করলে এলাকাবাসীর ভোগান্তি কমবে এবং শিক্ষার্থীরা ফিরে পাবে সুস্থ ও সৃজনশীল পরিবেশ।
Leave a Reply