রাঙামাটিতে বৈসাবি উৎসবের আমেজে জমে উঠেছে ঐতিহ্যবাহী বলী খেলা—এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে ক্রীড়া, সংস্কৃতি ও সম্প্রীতি মিলেমিশে একাকার হয়ে ওঠে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শহরের চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। পার্বত্য চট্টগ্রামের বর্ণিল সংস্কৃতিকে ধারণ করে আয়োজিত এই বলী খেলায় উপচে পড়া দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ একত্র হয়ে উপভোগ করেন কুস্তিগিরদের রুদ্ধশ্বাস লড়াই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান উ-অচিংনু মারমা।
বলী খেলার উত্তেজনার মধ্যেও মঞ্চজুড়ে ছিল ভ্রাতৃত্ববোধ ও আন্তঃসম্প্রদায়িক বন্ধনের ছাপ। আয়োজকদের মতে, বলী খেলা কেবল একটি খেলা নয়—এটি পার্বত্য অঞ্চলের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতিফলন।
বৈসাবি উৎসবকে কেন্দ্র করে বলী খেলা যেন হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক পরিক্রমা, যেখানে প্রতিযোগিতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ একে অন্যকে পূর্ণতা দেয়। এই আয়োজন প্রমাণ করে, খেলাধুলা কেবল বিনোদনের নয়, বরং সম্প্রীতি ও ঐক্যের শক্তিশালী বাহক।
Leave a Reply