1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু - C Barta
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
সাংগ্রাইয়ের রঙে রাঙা রাঙামাটি, বৈসাবির পর্দা নামলো উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে চবি শিক্ষার্থী অপহরণ, উদ্ধার হয়নি এখনো বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু বৈসুক উৎসবে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যের প্রাণবন্ত উদযাপন রাঙামাটিতে রাঙামাটিতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল;গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে স্লোগান রাঙামাটিতে বলী খেলা: বৈসাবির উৎসবে ঐতিহ্যের দীপ্তি লংগদুর মাইনীমুখ বাজার ও খেলার মাঠ সম্প্রসারণে জনতার মানববন্ধন বৈসাবি উৎসব ঘিরে রাঙামাটিতে শুরু চার দিনব্যাপী বর্ণিল আয়োজন রাঙামাটিকে আধুনিক ও সুন্দর শহর গড়তে পৌরসভার কার্যকর উদ্যোগ প্রয়োজন রাঙ্গামাটিতে অজ্ঞাত লাশ, ৪৮ ঘণ্টায় পুলিশের জালে পরিচিত খুনি

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে


বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সংকটে প্রাণ গেল এক মাস বয়সী রিমলি চাকমা নামের এক শিশুর। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

শিশুটির বাবা রিটন চাকমা অভিযোগ করেন, তাদের সন্তানকে হাসপাতালে আনার পর অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতালের স্টাফরা জানান অক্সিজেন নেই। পরে সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রয়োগ করেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. দেবাশীষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হাসপাতালে অক্সিজেনের পাশাপাশি রয়েছে চিকিৎসক সংকট। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও বাস্তবে আছেন মাত্র ৪ জন, তারাও নিয়মিত উপস্থিত থাকেন না। একমাত্র অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে অচল। আমরা বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোন প্রতিকার মেলেনি।”

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খিসা বলেন, “বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে, কিন্তু তিনি এখনও যোগদান করেননি। সেখানে একজন কার্যকর কর্মকর্তা দরকার, কিন্তু পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান না করায় দায়িত্বশূন্যতা বিরাজ করছে। দীর্ঘদিন চাকরির সুবাদে হয়তো কেউ ‘পাওয়ারফুল’ হয়ে উঠেছেন। তারা জানে, চাকরি যাবে না, তাই দায়িত্বশীল আচরণও করেন না।”

এদিকে হাসপাতালের ভবনও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, বারবার মেরামতের পরও নড়বড়ে অবস্থায় রয়েছে ভবনটি। নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও।

জনপ্রতিনিধিদের দাবি, বাঘাইছড়ির এই স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে একটি নতুন ভবন নির্মাণ করে উন্নত চিকিৎসা ব্যবস্থার চালু করা প্রয়োজন, যাতে আর কোনো প্রাণ অকালে ঝরে না যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews