খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি একটি সমাজ গঠনের শক্তিশালী হাতিয়ার। এই দর্শনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে পর্দা উঠেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর।
প্রধান অতিথি হিসেবে এই বহুল প্রত্যাশিত রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড় ও অতিথিদের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা।
"খেলার মাঠে গড়ে উঠুক স্বপ্ন, বন্ধ হোক নেশা ও অপরাধের পথ"—এই বার্তা নিয়েই শুরু হয়েছে এবারের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সাংগঠনিক কমিটির সভাপতি শারমিন জাহান, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলা ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত প্রতিভাবান ফুটবল দল অংশ নিচ্ছে।
এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি একটি বার্তা বহন করে: "মাদক নয়, মাঠই হোক আমাদের ঠিকানা।"
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও সুস্থতার পথে ফিরিয়ে আনার এ প্রয়াস যেন ছড়িয়ে পড়ে পুরো দেশে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত