তরিকুল ইসলাম (তারা), লংগদু
রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সুলতান আহমেদ ‘শিক্ষক সম্মাননা’ পেয়েছেন ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন (ভিইসি)-এর পক্ষ থেকে।
শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান, বিশেষ করে অনলাইন শিক্ষায় উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। উল্লেখ্য, এর আগে তিনি পাঁচবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘শিক্ষক মেলবন্ধন ২০২৫’-এ আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা। তিনি মো. সুলতান আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. মোজাম্মেল কবির এবং সঞ্চালনায় ছিলেন রোকসানা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত জাহান, শিক্ষা অনলাইনের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন, এটুআই-এর শিক্ষা বিশেষজ্ঞ মির্জা মো. দিদারুল আনাম, ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ ও নায়েমের প্রশিক্ষণ বিশেষজ্ঞ শেখ মো. আলী প্রমুখ।
ভিইসি-এর প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া বলেন, “সুলতান আহমেদের মতো শিক্ষকেরা আমাদের অনুপ্রেরণা। তাঁদের উদ্ভাবনী চিন্তা ও নিরলস পরিশ্রমের কারণে অনলাইন শিক্ষা আরও গতিশীল হয়েছে।”
সম্মাননা পেয়ে মো. সুলতান আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্ববান করবে। ভবিষ্যতেও শিক্ষায় উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত থাকার চেষ্টা করবো।”
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত