তারিকুল ইসলাম তারা (লংগদু)
পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম ও সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার প্রান্তিক জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিজিবি।
এই ধারাবাহিকতায় আজ ২৯ এপ্রিল রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বরকল উপজেলার দেবাছড়ি বিওপির আওতাধীন দুর্গম সীমান্ত এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
৩৭ বিজিবি’র অধিনায়ক জানান, “দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বিজিবি এখন একটি আস্থার প্রতীক। আমরা সবসময়ই তাদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।” তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম বিজিবি ও স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও শক্তিশালী করবে।”
চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি স্থানীয় জনসাধারণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply