নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনসহ সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ 'পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৪', যা সাধারণভাবে 'আইজিপি ব্যাজ' নামে পরিচিত, পেয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পুলিশ সপ্তাহ ২০২৫-এর বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন তার দায়িত্বকালীন সময়ে পার্বত্য জেলায় শান্তি রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে রাঙ্গামাটিতে নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয় সাধন এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য বজায় রাখায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
এ সাফল্যের জন্য পুলিশ সুপারকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এটি একটি অনুপ্রেরণার বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত