তারিকুল ইসলাম তারা ( লংগদু)
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া পেটান্যমাছড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ইব্রাহিম নামের এক ব্যক্তির স্বপ্নের বসতবাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালবেলা সবাই যার যার কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় ঘরের পেছনে হাঁটতে থাকা ইব্রাহিমের বৃদ্ধা মা হঠাৎ আগুন দেখতে পান। আগুন দেখে তিনি দৌড়ে ঘরের দিকে এলে দেখতে পান পাশের বাড়ির এক নারী দ্রুত পালিয়ে যাচ্ছেন।
বাড়ির লোকজনের অভিযোগ, পূর্বের শত্রুতার জের ধরেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। আগুন লাগার পর স্থানীয়ভাবে পানি কিংবা পর্যাপ্ত লোকবল না থাকায় ঘর থেকে কিছুই বের করে আনা সম্ভব হয়নি।
এ ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আগুন নেভাতে গিয়ে বৃদ্ধা মায়ের হাত ও পা পুড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply