রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল ১০টা ৩০ মিনিটে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি নিরসন এবং দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে বন্যা ও ভূমিধস মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, আগাম সতর্কতা প্রদান এবং ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বিত কার্যক্রমের নির্দেশনা দেওয়া হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানবিক সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত