পার্বত্য চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) সকাল ১১টায় রাঙামাটির একটি স্থানীয় রেস্টুরেন্টে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক ও দক্ষিণাঞ্চল বিষয়ক মুখ্য সংগঠক ইমন ছৈয়দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেন চৌধুরী, রিন্টু দেওয়ান, প্রিয় চাকমা, সায়েদা আলম সাদিয়া, উজ্জ্বল চাকমা, ইমাম হোসেন ইমু এবং শ্রমিক ইউনিটের জেলা সংগঠক সরোয়ার কামাল রুবেল। এছাড়া ছাত্র ইউনিটের জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের ভৌগলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে সকল সম্প্রদায়ের সহাবস্থানের ভিত্তিতে এনসিপির সংগঠন গঠন করা হবে। পাহাড়ে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে দৃঢ় করতে দলটি আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত