রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস)-এর যৌথ উদ্যোগে আজ শুক্রবার রাঙামাটিতে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) ২০২৫’।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা শুধু রাবিপ্রবির জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয়।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মনস্তত্ত্বের উন্নয়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সময়ানুগ শিক্ষাপরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা বলেন, “বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও মানোন্নয়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।” তিনি কাপ্তাই হ্রদের সম্ভাবনা, মৎস্যসম্পদ ও কৃষিভিত্তিক জীবিকার প্রসারে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
‘Innovations and Collaborations in Bioscience, Biosafety and Biosecurity for Sustainable Healthcare’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবি-র বায়োসেফটি প্রধান ও বিবিবিএস সভাপতি ড. আসাদুল গণি। তিনি বলেন, “টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ গুরুত্বপূর্ণ, যেখানে ল্যাব অটোমেশন এবং বায়োসেফটি লেভেল ৪ প্রযুক্তির ব্যবহার বাড়ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরা আহসান ‘Natural Products in Drug Discovery’ বিষয়ে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ঐতিহ্যবাহী জ্ঞান একত্র করে নতুন ওষুধ উদ্ভাবনে কাজ করছে।”
বিশেষ আলোচনায় আন্তর্জাতিক খ্যাতিমান বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী পার্বত্য অঞ্চলে ‘পঞ্চব্রীহি ধান’ ও আগর গাছের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ারুল আজীম আখন্দ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এবং রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সমাপনী বক্তব্য দেন বিবিবিএস-এর সাধারণ সম্পাদক ড. মোঃ রাকিবুল ইসলাম এবং ফরেস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও আইসিবিসি সেক্রেটারি ড. নিখিল চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনে যবিপ্রবি ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ চেয়ার ও কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন। এতে উদীয়মান ও পুনরায় উদ্ভূত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ছয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো. মঈন উদ্দিন
ব্যবস্থাপনা সম্পাদক : মো. সোহরাওয়ার্দী সাব্বির
বার্তা সম্পাদক: কামরুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত