1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন খাগড়াছড়ির পাঁচ গ্রামের মানুষ - C Barta
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড়ে বন্ধ হবে এবার চাঁদাবাজি?— এক অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজছে পার্বত্য জনপদ ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন—স্বরাষ্ট্র  উপদেষ্টা বাঘাইছড়িতে জামায়াতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও ঈদের শুভেচ্ছা বিনিময় নীল জল, সবুজ পাহাড়ের শহরে ঈদের খুশির জোয়ার পাহাড়ি সৌন্দর্যের মোহনায় আনন্দের আমন্ত্রণ রাঙামাটিতে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ ও অনিরাপদ পশুর মাংস! ক্ষুব্ধ বৈধ ব্যবসায়ীরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দিরের কমিটির হিসাব সংক্রান্ত মন্তব্য প্রতিবেদন পার্বত্য উপদেষ্টার বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ রাঙামাটিতে জামায়াতে ইসলামী ঈদসামগ্রী বিতরণ কাউখালীতে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন খাগড়াছড়ির পাঁচ গ্রামের মানুষ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি ৫টি গ্রামের অস্বচ্ছল ও তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দিনব্যাপি খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে এ চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক এবং এ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে
চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করেন চট্টগ্রাম কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরী। এছাড়াও সার্বিক তত্বাবধানে ছিলেন হামরনাই বন্থা ও ঠাকুরছড়া জাগরণ পাঠাগার।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সুশীলা ত্রিপুরা বলেন, আমি গলা ব্যথার চিকিৎসা নিতে এসেছিলাম। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছি। খুব ভালো লাগছে।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ডিজিএম মো. ফরিদুল ইসলাম, প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।
আমরা আমাদের একটি বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে নিয়ে এখানকার প্রান্তিক এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়েছি। সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে এদেশের মানুষের পাশে দাঁড়ানোর।

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি নবলেশ্বর দেওয়ান বলেন,আমাদের এই পার্বত্য অঞ্চলের মানুষ অধিকাংশ দরিদ্রসীমার নিচে বসবাস করে থাকে। তাদের আর্থিক অবস্থা ভালো না বিদায় তারা হাসপাতাল কিংবা শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেনা। তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি।

স্থানীয় স্বেচ্ছাসেবী হামরনাই বন্থা’র সভাপতি দেবাশীষ রোয়াজা বলেন,আমাদের পার্বত্য এলাকার মানুষেরা স্বাস্থ্য সচেতন নই এবং আর্থিক অবস্থাও ভালো না। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরী’র সাথে সমন্বয় করে আজ এই বিনামূল্যের চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছি। এই এলাকার মানুষের জন্য কিছু করতে পেরে ভালোই লাগছে।

উদ্যোগ গ্রহণকারী চট্টগ্রাম কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরী বলেন,এখানকার তৃণমূল পর্যায়ের মানুষেরা আর্থিক অনটন ও অসচেতনতার কারণে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারে না। ভালো চিকিৎসা সেবা পায় না। তারা হাসপাতাল কিংবা শহরের কোন ভালো ক্নিনিকে গিয়ে চিকিৎসা নিতে পারে না। তাই আমরা উদ্যোগ নিয়ে এখানকার (পার্বত্য অঞ্চল) ‘র ৫টি গ্রামের মানুষ যেন বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে। আমরা চেষ্টা করি তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য। সত্যি কথা বলতে কি ভালো জন্য কিছু একটা করতে পারলেই ভালো লাগে। আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিন নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. জি এম মারুফ,সার্জারি বিশেষজ্ঞ ডা. তুহির চৌধুরী,শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাদা ফারহান,ডা. তাহমিনা ইয়াসমিন,চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সাইমা জাহানসহ বিশেষজ্ঞ ডাক্তাররা ৫টি গ্রামের মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews