1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
হাইকোর্টের রায়:পাহাড়ের ৫৪ অবৈধ ইটভাটা মালিককে জরিমানা - C Barta
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বৈসুক উৎসবে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যের প্রাণবন্ত উদযাপন রাঙামাটিতে রাঙামাটিতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল;গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে স্লোগান রাঙামাটিতে বলী খেলা: বৈসাবির উৎসবে ঐতিহ্যের দীপ্তি লংগদুর মাইনীমুখ বাজার ও খেলার মাঠ সম্প্রসারণে জনতার মানববন্ধন বৈসাবি উৎসব ঘিরে রাঙামাটিতে শুরু চার দিনব্যাপী বর্ণিল আয়োজন রাঙামাটিকে আধুনিক ও সুন্দর শহর গড়তে পৌরসভার কার্যকর উদ্যোগ প্রয়োজন রাঙ্গামাটিতে অজ্ঞাত লাশ, ৪৮ ঘণ্টায় পুলিশের জালে পরিচিত খুনি নিশংস গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নিশংস গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে জনতার বিক্ষোভ , মানববন্ধন নিয়মের তোয়াক্কা নেই,  সাহস নেই কতৃপক্ষের?রাঙামাটি জেলায় ‘অদৃশ্য শক্তির’ ছায়ায় পুড়ছে পাহাড় ও পরিবেশ!

হাইকোর্টের রায়:পাহাড়ের ৫৪ অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 পার্বত্য চট্টগ্রামের ৫৪টি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। অবৈধ ইটভাটা পরিচালনায় জড়িত থাকার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (৬মার্চ) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরেসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।

আসছে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে ওই জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরেসেদ।

আইনজীবী মনজিল মোরেসেদ বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধ্বংস করে লাইসেন্স ছাড়া অনেক ইটভাটা চলমান থাকার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করে। আদালত ওই রিটের শুনানি শেষে রুল জারি করে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। আদালতের এই আদেশ কার্যকর করতে গেলে ইটভাটা মালিকরা অন্য একটি রিট দায়ের করলে আদালত স্থিতাবস্থার আদেশ জারি করে রুল দেন।

পরে ইটভাটা মালিকদের রিট এইচআরপিবি পক্ষভুক্ত হয়। এক পর্যায়ে আদালত রুল খারিজ করে রায় দেন। সে রায়ের বিরুদ্ধে ইটভাটা মালিকরা আপিল দায়ের করে। চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ ২০২৩ সালের ৪ জুন রায় দেন এবং দুই সপ্তাহের মধ্যে ইটভাটা মালিকদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেন।

এর কয়েক মাস পর ইটভাটা মালিকরা অন্য একটি রিট দায়ের করলে আদালত আবার স্থিতাবস্থার আদেশ দেন। পরে স্থিতাবস্থার আদেশ ছয় মাসের জন্য বাড়ানো হয়। বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পরে এইচআরপিবির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ এ বিষয়ে আদালতকে অভিহিত করেন যে, কয়েকজন ইটভাটা মালিক একই বিষয়ে বারবার রিট দায়ের করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে।

এছাড়া কয়েকজন ইটভাটা মালিক ইতোপূর্বে আদালতের আদেশ জালিয়াতি করেছেন এবং আদালত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার (৬মার্চ) হাইকোর্ট অবৈধ ইটভাটা পরিচালনায় জড়িত থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রামের ৫৪টি ইটভাটার মালিকের প্রত্যেককে ৪ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews