মো.সোহরাওয়ার্দী সাব্বির
রাঙ্গামাটির মানিকছড়িতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি সদর জোন ও মরহুম রফিক উদ্দিন-মোনায়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় আজ বুধবার, মানিকছড়ি ঈদগাহ মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ জুনাঈদ উদ্দিন শাহ্ চৌধুরী, এসইউপি,পিএসসি।
এতে বিশেষ অতিথি ছিলেন মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউর রহমান এবং মুহাম্মদ আব্দুল হান্নান বিন রফিক উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
এ সময় ২ শতাধিক অসহায় গরিব দুঃস্থ মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনকে স্বাগত জানান। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পরে মানিকছড়িস্হ জামিয়া আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার নির্মাণাধীন ৩য় তলার কাজ পরিদর্শন করেন অতিথিরা।
Leave a Reply