আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযথ মর্যাদায় রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিনটি শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে । এর পর পর জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ শ্রদ্ধার সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন।
এছাড়া, জেলার বিভিন্ন সংস্থার আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এদিকে দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থাপনা ও সড়কদ্বীপগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
Leave a Reply