কাউখালী উপজেলার সুগারমিল এলাকায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. মনছুরুল হক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি ডা. ইকবাল হোসাইন, রাঙ্গুনিয়া রাজানগর ইউনিয়ন সভাপতি মাওলানা আলমগীরসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও কুরআন নাজিলের মাস হিসেবে সমাজ ও রাষ্ট্রে কুরআনভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রধান অতিথি মো. মনছুরুল হক বলেন, “কুরআনের সমাজ কায়েম ছাড়া দেশে প্রকৃত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি (২৯৯) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে যথাক্রমে অ্যাডভোকেট মোখতার আহমদ ও অধ্যক্ষ আমীরুজ্জামানকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমীর মো. মাইনুদ্দিন এবং প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ আবুল বাশার। এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply