দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
‘ছাত্রদল কাউন্সিল ২০২৫’-এ মোট ৩১৬ জন কাউন্সিলর তালিকাভুক্ত ছিলেন, যাদের মধ্যে ২৮৪ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১ নারীসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটের ফলাফলে মাসুদ রানা ১১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং সাজ্জাদুল ইসলাম ৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
নেতৃবৃন্দ জানান, দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় ছাত্রদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ দেখা গেছে।
কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করে যাচ্ছে। এই কাউন্সিল তারই একটি অংশ।
Leave a Reply