নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে উদযাপিত হচ্ছে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ বা মে দিবস। এ উপলক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
এছাড়া একইদিনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫-ও পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং পেশাজীবীদের প্রতিনিধি ও গণ্যমান্য কর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কে ঘুরে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
আজকের দিবসের প্রতিপাদ্যে, শ্রমিক -মালিক এক হয়ে গড়বো এদেশ নুতন করে।
Leave a Reply