নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং কাজের কারণে আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে ১৮ মে (রবিবার) ভোর ৫টা পর্যন্ত পাঁচদিন ফেরি চলাচল বন্ধ থাকবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাঙামাটি (ঘাগড়া)-চন্দ্রঘোনা-বান্দরবান (আর-১৬১) সড়কের ফেরি পারাপার নির্বিঘ্ন রাখতে নদীর এই অংশে ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে। এই সময় বিকল্প হিসেবে রাঙ্গুনিয়া-বাঙ্গালহালিয়া (সুখবিলাশ) সড়ক (কালিন্দী রাণী সড়ক, জেড-১৬৩৬) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনিবার্য কারণে কাজের সময়সীমা বাড়তেও পারে বলে উল্লেখ করেছে সওজ বিভাগ।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রাঙামাটি-বান্দরবান সড়কে যাতায়াতের জন্য কর্ণফুলী নদী পারাপারে চন্দ্রঘোনা ফেরিঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর নাব্যতা সংকটে ফেরি চলাচল প্রায়ই ব্যাহত হয়, ফলে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরেই এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা, তবে এখনও তা বাস্তবায়নের মুখ দেখেনি।
এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Leave a Reply