নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি: রাঙ্গামাটি ফিশারিঘাট থেকে মাইনি ও লংগদু রুটে নতুন ভাড়ার হার নির্ধারণকে কেন্দ্র করে স্পীডবোট চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃক সম্প্রতি ঘোষিত নতুন ভাড়ার হার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্পীডবোট মালিকরা।
স্পীডবোট মালিক সমিতির অভিযোগ, ভাড়া নির্ধারণে রাঙ্গামাটি-মাইনি রুটের প্রকৃত নৌপথের দূরত্ব যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তাদের দাবি, রুটটির দূরত্ব কমপক্ষে ৭০ কিলোমিটার হলেও নতুন ভাড়ার তালিকায় ৪৬.২৫ কিলোমিটার হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে নির্ধারিত ভাড়ায় চলাচল করলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি মালিকপক্ষের।
জানা গেছে, এ পরিস্থিতিতে স্পীডবোট মালিকরা আপাতত তাদের নৌযান চলাচল বন্ধ রেখেছেন। পূর্বের ভাড়ায় চলাচল করলে যাত্রীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হচ্ছে বলেও তারা উল্লেখ করেছেন।
এ নিয়ে একাধিকবার স্পীডবোট মালিক সমিতি, বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের মধ্যে আলোচনা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আগামীকালের মধ্যে ন্যায্য সমাধানে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
তবে, উল্লেখিত রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এ অবস্থায় যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছে প্রশাসন।
Leave a Reply