1. cbarta2025@gmail.com : C Barta : C Barta
  2. editor@cbarta.com : Reporter : Reporter
অসহায় মানুষের চোখের আলো ফেরাতে এযেনো আরেকটি চোখ - C Barta
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড়ে বন্ধ হবে এবার চাঁদাবাজি?— এক অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজছে পার্বত্য জনপদ ভারতীয় মিডিয়া ওর্য়াল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন—স্বরাষ্ট্র  উপদেষ্টা বাঘাইছড়িতে জামায়াতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও ঈদের শুভেচ্ছা বিনিময় নীল জল, সবুজ পাহাড়ের শহরে ঈদের খুশির জোয়ার পাহাড়ি সৌন্দর্যের মোহনায় আনন্দের আমন্ত্রণ রাঙামাটিতে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ ও অনিরাপদ পশুর মাংস! ক্ষুব্ধ বৈধ ব্যবসায়ীরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দিরের কমিটির হিসাব সংক্রান্ত মন্তব্য প্রতিবেদন পার্বত্য উপদেষ্টার বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ রাঙামাটিতে জামায়াতে ইসলামী ঈদসামগ্রী বিতরণ কাউখালীতে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসহায় মানুষের চোখের আলো ফেরাতে এযেনো আরেকটি চোখ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মো.গোলামুর রহমান (লংগদু)

রাংগামাটি জেলার দুর্গম লংগদুতে ফ্রী চোখের নানাবিধ চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে গরীব অসহায় রোগীদের মন কেড়েছেন উপজেলার এবিএস মামুন।

লংগদু উপজেলার ইবনে সিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কিছুদিন পর পর-ই চক্ষু চিকিৎসার ক্যাম্প করা হয়। সেখানে চিকিৎসা করতে আসেন বিভিন্ন এলাকা ও উপজেলার চোখের অপারেশনের দারিদ্র্য অসহায় অনেক বয়োবৃদ্ধ রোগীরা।

তারই ধারাবাহিকতায় এবারের চক্ষু ক্যাম্প পরবর্তী সময়ে পরিদর্শনে গেলে একাধিক দারিদ্র্য রোগীর পাশে হাসপাতালের রুমে রুমে হাতে ঔষধ প্রেসক্রিপশনের ফাইল নিয়ে হাটতে দেখা যায় এবিএস মামুন কে।

এসকল বয়োজ্যেষ্ঠ রোগীদের প্রায় জনের চোখেই কালো সানগ্লাস। আবার তাদের বয়স ও যথেষ্ট। প্রত্যন্ত এলাকার দারিদ্র্য পরিবারের সদস্য তারা,দেখে সহজে আচ করতে পারবেন সকলে। তবে সবার মুখেই মৃদু হাসি এ যেনো নিবিড় পরিচর্যার আরেক পরিণয়।

কারো মুখে ডাক্তার মামুন, কেউ চিনে মামুন ভাই। অনেকেই শুধু নাম জানে, এই প্রথম হাসপাতালেই তাকে দেখেছেন। চোখের ছানি অপারেশন সম্পন্ন বয়োবৃদ্ধ রাঙ্গাপানি ছড়ার কালাচাঁন চাকমা বলেন, আমার স্ত্রী এবং প্রতিবেশী ভাবির চোখের ছানি অপারেশন করালাম। ডাক্তার মামুন ফ্রীতে অপারেশন সহ ওষুধ দেন। তাকে আশিবার্দ করা ছাড়া আমাদের কিছু নাই।

সোনাই এলাকার বৃদ্ধ কাকা বলেন, আমি নিজেই চেখের ছানি অপারেশন করালাম, একদম ফ্রীতে করেছি। এবিএস মামুন কিছুদিন পরপরই গরীব মানুষদের এভাবে সহযোগীতা করেন।

হাসপাতালে এসেই দেখেছি মামুন স্যারকে, তিনি এতো সুন্দর আর যন্ত সহকারে আমার মেয়ের চোখের অপারেশন করে দিবেন কখনো ভাবিনি। জাতী ধর্ম নির্বিশেষে তিনি সেবা দিয়েছেন।বলছেন, শাহাদত টিলার সেলিনা বেগম।

এবিষয়ে এবিএস মামুন সাংবাদিকদের বলেন, আসলে আমি এসব প্রচার করার মত মানুষ এখনো হয়ে উঠিনি। আপনারা এসছেন ধন্যবাদ। এটা মূলত কোয়ান্টাম ফাউন্ডেশন মাঠির ব্যাংকের অর্থায়নে এ ক্যাম্পাইনে ৩০ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে এবং যাবতীয় ওষুধ দেওয়া হয়েছে। যা আমার তত্বাবধানে উপজেলার হতদরিদ্র অসহায় মানুষ গুলোকে সহযোগীতা করা হচ্ছে। তিনি বলেন প্রত্যেকটি ক্যাম্পাইনে আমরা চেষ্টা করি অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © C Barta
Theme Customized By BreakingNews